ফরাসি ইঞ্জিনিয়ারিং ফার্ম জিঞ্জার পরিকল্পনা করেছে, আইফেল টাওয়ারে প্রায় ৬ লাখ গাছ লাগনো সম্ভব। আর তাহলেই এটি বিশ্বের সবচেয়ে উঁচু গাছের আদল নেবে। পাশাপাশি বছরে ৮০ টন কার্বন ডাই অক্সাইডও শোষণ করবে আইফেল টাওয়ার।
আইফেল টাওয়ারে গাছ লাগাতে মোট খরচও হিসেব করেছে প্রতিষ্ঠানটি। মোট ৯ কোটি ৭০ লাখ ডলার খরচ করলেই সবুজ হয়ে যাবে প্যারিসের বিখ্যাত এ নিদর্শনটি।
জিঞ্জার কর্তৃপক্ষ আইফেল টাওয়ারে বনায়ন করার পরিকল্পনা করলেও প্যারিস সিটি কাউন্সিল প্রতিষ্ঠানটির এ অভিনব পরিকল্পনায় সাড়া দেয়নি।
জিঞ্জার কর্তৃপক্ষ অবশ্য, স্থায়ী বনায়ন করার পরিকল্পনা করেনি। মাত্র ২ বছরের অস্থায়ী এ পরিকল্পনায় গাছ লাগাতে আলাদা পাইপ ব্যবহারের জন্য বলেছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ২০১৪ সালের মধ্যেই আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু গাছের রেকর্ড করবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment