খবরে বলা হয়, নির্যাতনের শিকার রিনা রানী (ছদ্মনাম) সিরসা শহরের কাহিরপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি কলেজের বিবিএয়ের ছাত্রী। গত বৃহস্পতিবার তিনি গরম কাপড় আনতে কলেজের হোস্টেল থেকে বাড়িতে গিয়ে মা-বাবার নির্যাতনের শিকার হন।
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রিনা রানী বলেন, ‘আমি আমার কাপড় আনতে বাড়িতে গিয়ে ঘরে মা-বাবার সঙ্গে এক বয়স্ক লোককে বসে থাকতে দেখি। তাঁর বয়স ৫০ হবে। আমার বাবা একজন কৃষক। বেশির ভাগ সময় গুজরাটে থাকেন। তিনি লোকটিকে দেখিয়ে আমাকে বলেন, একে বিয়ে করতে হবে। আমি তত্ক্ষণাৎ তা প্রত্যাখ্যান করি। এতে ক্ষিপ্ত হয়ে লোকটি ঘর থেকে বেরিয়ে যায়। এর পরপরই বাবা আমার ওপর চড়াও হন। তিনি আমার গলায় একটি কাপড় পেঁচিয়ে আমাকে হত্যার চেষ্টা করেন।’ এটুকু বলেই অচেতন হয়ে পড়েন রিনা।
শহর পুলিশের কর্মকর্তা সুরেশ পাল বলেন, ‘পরবর্তী ব্যবস্থা নিতে আমরা মেয়েটির জবানবন্দি রেকর্ড করছি।’ prothom-alo
0 comments:
Post a Comment