পল অ্যালেন শুরু থেকেই মহাকাশযান তৈরির বিষয়ে আগ্রহী ছিলেন। স্পেস শাটল যুগ শেষে যুক্তরাষ্ট্র প্রাইভেট কোম্পানির জন্য মহাকাশযান তৈরির সুযোগ দেবার পর পল অ্যালেনকে নতুন মহাকাশযান তৈরিতে উদ্যক্তার ভ’মিকায় দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের নরর্থপ গ্রæম্যান কর্পোরেশনের স্কেলড কম্পোসিট ইউনিট পল অ্যালেনের রকেট তৈরি করবে। পল অ্যালেনের রকেট নিক্ষেপের জন্য বিশালাকার প্লেন তৈরি হবে যাতে থাকবে ছয়টি জাম্বো জেট ইঞ্জিন। এর পাখার দৈর্ঘ্য হবে ৩৮৫ ফুট যা বোয়িং ৭৪৭ প্লেনের তালনায় শতকরা ৭০ ভাগ দীর্ঘ।
এই মহাকাশযানের রকেট অংশটি তৈরি করবে প্রাইভেট স্পেস কোম্পানি স্পেসএক্স। আর রকেট তৈরির পুরো দায়িত্ব নিচ্ছেন পেপল প্রতিষ্ঠাতা এলন মাস্ক।
২০১৫ সালে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হবে এ নভোযানকে।
পল অ্যালেনের নতুন মহাকাশযান তৈরির এ প্রকল্পটির নাম ‘স্টার্টওলঞ্চ সিস্টেমস’। আর এ প্রকল্পের স্লোগান হচ্ছে ‘এনি অরবিট। এনি টাইম’।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment