এক সময় ক্যামেরনের প্রোডাকশন কোম্পানিতে কাজ করতেন এরিক রাইডার। সমপ্রতি তিনি দাবি করেছেন, ১৯৯৭ সালে ‘কেআরজি-২০৬৮’ শিরোনামে ছবি বানাতে চেয়েছিলাম আমি। ছবিটির বিষয়বস্তুর সঙ্গে ‘অ্যাভাটার’-এর গল্প পুরোটাই মিলে গেছে। শুধু তাই নয়, ‘অ্যাভাটার’ ছবিতে যে রোবোটিক এঙটেরিওর সুট দেখানো হয়েছে সেটাও ছিল ‘কেআরজি-২০৬৮’ ছবিতে।
সমপ্রতি লস এঞ্জেলেস আদালতে দায়ের করা মামলার অভিযোগে এরিক বলেছেন, ১৯৯৯ সালের শেষদিকে আমার ছবির আইডিয়াটি ক্যামেরনের কাছে পৌঁছানো হয়েছিলো। এ প্রজেক্ট নিয়ে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু ছবির বিষয়বস্তুর দুর্বল- এমন অজুহাতে ওই প্রজেক্টের কাজ বন্ধ করে দেয়া হয় ২০০২ সালে।
এরিক আরও বলেছেন, ২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পেলে আমি খুবই ক্ষুব্ধ হই। আমি ক্যামেরনের লোকজনের সঙ্গে যোগাযোগও করি। অবশেষে চলতি বছরের শুরুর দিকে তারা আমাকে বললেন, ১৯৯৯ সালের আগেই নাকি ক্যামেরন ‘অ্যাভাটার’-এর গল্প লিখেছিলেন। কিন্তু এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এ কারণেই মামলা করতে বাধ্য হয়েছি আমি।
0 comments:
Post a Comment