যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিয়াদ সেনাঘাঁটির আদালতে ম্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযাগ আনা হয়। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে আনা ওই অভিযোগের শুনানির মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। তবে ম্যানিংয়ের সামরিক আদালতে বিচার হওয়া উচিত কি না, তা নিয়ে ওই শুনানির শুরুতেই তাঁর আইনজীবীরা আক্রমণাত্মক ভূমিকা নেন।
ম্যানিংয়ের প্রধান আইনজীবী ডেভিড কুম্বস আদালতের সভাপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেন। তবে ম্যানিংকে সামরিক আদালতে বিচার করা হবে কি না, তা নির্ধারণের দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট কর্নেল পল আলমানজা এ অভিযোগ নাকচ করে দেন।
ম্যানিংয়ের আইনজীবী কুম্বস প্রশ্ন তোলেন, যে জাস্টিস ডিপার্টমেন্ট উইকিলিকস এবং এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত করছে, সেই একই ডিপার্টমেন্টের অ্যাটর্নি আলমানজা ম্যানিংয়ের বিচারে গঠিত আদালতে সভাপতিত্ব করতে পারেন কি না।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন আইন বিশেষজ্ঞ সাংবাদিকদের জানান, ম্যানিংয়ের আবেদনের ওপর গতকাল শনিবার আদালতের রুল জারি করার কথা।
ইরাকে মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করার সময় ম্যানিং দুই লাখ ৬০ হাজার মার্কিন গোপন তারবার্তা, ইরাক ও আফগানিস্তানে বিমান হামলার ভিডিও এবং সামরিক প্রতিবেদন ডাউনলোড করে তা উইকিলিকসকে সরবরাহ করেছেন বলে সন্দেহ করা হয়। এ অভিযোগ প্রমাণিত হলে ম্যানিংকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। এএফপি।
0 comments:
Post a Comment