পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি বলে গেছেন, তাঁকে যেন শহীদ মিনারে না নেওয়া হয়। তাই আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
গুণীজনের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ কবীর চৌধুরী। তাঁর বাবা আবদুল হালিম চৌধুরী, মা আফিয়া বেগম, স্ত্রী মেহের কবীর।
১৯৩৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে ১৯৪০ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম এবং পরের বছর একই বিষয়ে এমএতেও প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। ১৯৯৮ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ লাভ করেন।
তাঁর সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো—ছয় সঙ্গী (১৯৬৪); প্রাচীন ইংরেজি কাব্যসাহিত্য (১৯৮০); আধুনিক মার্কিন সাহিত্য (১৯৮০); শেক্সপিয়র থেকে ডিলান টমাস (১৯৮১); সাহিত্যকোষ (১৯৮৪); ইউরোপের দশ নাট্যকার (১৯৮৫); সাহিত্য সমালোচনা ও নন্দনতত্ত্ব পরিভাষা (১৯৮৫); শেক্সপিয়র ও তাঁর মানুষেরা (১৯৮৫); অ্যাবসার্ড নাটক (১৯৮৫); স্তঁদাল থেকে প্রুস্ত (১৯৮৫); পুশকিন ও অন্যান্য (১৯৮৭); শেক্সপিয়র ও গ্লোবথিয়েটার (১৯৮৭); অভিব্যক্তিবাদী নাটক (১৯৮৭); প্রসঙ্গ নাটক (১৯৮৯); ফরাসি নাটকের কথা (১৯৯০); অসমাপ্ত মুক্তিসংগ্রাম ও অন্যান্য (১৯৯১); প্রবন্ধ সংগ্রহ (১৯৯২); নজরুল দর্শন (১৯৯২); বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙ্গালি জাতীয়তাবাদ, মুক্তবুদ্ধির চর্চা (১৯৯২); স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় (১৯৯৪); ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস (১৯৯৪); (১৯৯৪); ছবি কথা সুর (১৯৯৫) উল্লেখযোগ্য।
0 comments:
Post a Comment