ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট এবং ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর ইনটেলিজেন্ট সিস্টেমস-এর গবেষকরা আলোচিত এই ক্ষুদ্রতম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছেন। এর আকার ১ মিলিমিটারের ৩ হাজার ভাগের ১ ভাগ।
ভাসমান একটি কণার ওপর গবেষকরা লেজার বিম ফেলে এ ইঞ্জিনটি তৈরি করেছেন।
গবেষক ক্লিমেন্স বিখিঙ্গার জানিয়েছেন, ‘আমরা ক্ষুদ্রতম স্টিম ইঞ্জিন তৈরি করেছি যাকে বলা যেতে পারে ক্ষুদ্রতম স্টার্লিং ইঞ্জিন।’
উল্লেখ্য, ২০০ বছর আগে রবার্ট স্টার্লিং একটি সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি করে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন যার সাহায্যে কোনো পিস্টন নড়াচড়া করানো যেতো।
গবেষকদের দাবী, ক্ষুদ্র বাষ্পীয় ইঞ্জিন হলেও এর মধ্যে বড়ো আকারের ইঞ্জিনের মতো সব কাজই করতে পারে। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ক্ষুদে ইঞ্জিনটি পিস্টন নড়াতেও পারে।
গবেষকরা জানিয়েছেন, ক্ষুদ্রতম ইঞ্জিনটি অণুর চেয়ে ১০ হাজার গুন বড়ো হওয়ায় এর গতিও পর্যবেক্ষণ করা যায়। বড়ো আকারের বাষ্পীয় ইঞ্জিনে শক্তি যোগাতে যেখানে কয়লা ব্যবহৃত হতো পানিতে ভাসমান থাকায় পানির অণুর সঙ্গে সংঘর্ষে ক্ষুদে এ ইঞ্জিনে শক্তি তৈরি হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment