সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ ম্যাটিরিয়াল রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর গবেষকরা ক্ষুদে এ গিয়ার তৈরি করেছেন। এ গিয়ারটি সুপারকম্পিউটার এবং অন্যান্য উদ্ভাবনী কাজে ব্যবহার করা যাবে।
গিয়ার হল এক ধরণের ঘূর্ণনশীল যন্ত্র যার দাঁত এবং খাঁজ কাটা থাকে যা একইরকম আরেকটি দাঁতযুক্ত অংশের সাথে যুক্ত হয়ে টর্ক স্থানান্তর করে। এর মাধ্যমে যান্ত্রিক সুবিধা লাভ করা যায় বলে একে অন্যতম সরল যন্ত্র বলা হয়। গিয়ারযুক্ত যন্ত্রপাতি একটি শক্তি উৎসের গতি এবং মান ও দিক নিয়ন্ত্রণ করতে পারে। গিয়ার সাধারণত অন্য একটি গিয়ারের সঙ্গে যুক্ত হয়, তবে গিয়ার অঘূর্ণনশীল দাঁতযুক্ত যন্ত্রাংশের সঙ্গেও যুক্ত হতে পারে, যাকে র্যাক বলা হয়। এর মাধ্যমে সরণ গতি সৃষ্টি করা যায়।
মাইক্রোস্কোপিক এ গিয়ারটি মানুষের চুলের চেয়েও হাজার ভাগের একভাগ পাতলা। গবেষকদের দাবী, তাদের উদ্ভাবিত অণুটি এক্সেল এর মতোই কাজ করে। মাইক্রোস্কোপ ব্যবহার করে এ অনুটিকে ঘোরানো যায় যা চাকার মতোই ঘুরতে থাকে।
গবেষকদের মতে, ‘আজকের অণুই আগামী দিনের মেশিন’।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment