যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএসের তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেণ্ড।
ভূমিকম্পের পরপর ইউএসজিএসের ওয়েবসাইটে এর মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৯ উল্লেখ করা হয়।
বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও টঙ্গী, ফরিদপুর, জামালপুর, নীলফামারি, রংপুর এবং সিলেটসহ বিভিন্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্প শুরুর পর দেশের বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি ভবন হেলে পড়ারও খবর পাওয়া যায়।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সিকিম-নেপাল সীমান্তের মঙ্গম ও সাক্যং নামক স্থানে যার দূরত্ব গ্যাংটক থেকে ৫০ কিলোমিটারের বেশি। কেন্দ্রস্থলটি ভারতের শিলিগুড়ি থেকে ৬৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, নেপালের নামচে বাজার থেকে ১৩৩ কিলোমিটার পূর্বে এবং ভূটানের থিম্পু থেকে ১৬৬ কিলোমিটার পশ্চিমে।
ঢাকা মহানগর পুলিশ কন্ট্রোল রুমের সহকারী কমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর চামেলীবাগে নির্মাণাধীন একটি ১৬ তলা ভবনের ছাদের একটি অংশ নিচে ভেঙে পড়ার খবর তারা পেয়েছেন। তবে সেখানে কেউ আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের পরপরই রাজধানীর মহাখালীতে পাঁচতলা একটি ভবন হেলে পড়ার গুঞ্জন ওঠে। ভবনের আশেপাশে বহু মানুষকে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। তবে ওই ভবনের স্বত্ত্বাধিকারী হোসেন বেকারি এন্ড কনফেকশনারির মালিক আওয়াল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন, তার ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।
লালবাগ থানা এলাকার কাজী রিয়াজ উদ্দিন সড়কের একটি ভবন থেকে বাসিন্দারা তাড়াহুড়ো করে নামতে গেলে নাসরিন (১৪) নামের এক কিশোরী সামান্য আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমাদের মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, জিগাতলা কাঁচাবাজারের কাছে জেনেটা প্লাজা নামের একটি ১১ তলা ভবনে ফাঁটল ধরার খবর পেয়েছে তারা।
চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, মংমনসিংহসহ সারা দেশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠতে শুরু করলে অধিবাসীরা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী স্থান ভারতের সিকিমেও ভবনে ফাটল ধরা এবং হেলে পড়ার খবর পাওয়া গেছে। গ্যাংটক ও দার্জিলিংয়ে কোনো কোনো স্থানে বিদ্যুৎ বিভ্রাটেরও খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ অগাস্ট চাঁদপুর অঞ্চলে ৪ মাত্রায়, ২৮ জুলাই নওগাঁ অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
এছাড়া ২২ জুলাই বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার, ১৫ জুলাই নেপাল-চীন সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার, ১৪ জুলাই রাঙ্গামাটি অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার, ১০ জুলাই মায়ানমারে ৪ দশমিক ২ মাত্রার এবং ১০ জুলাই মায়ানমারে ৪ দশমিক ৮ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment