ইউনিভার্সিটি অব গ্লাসগোর গবেষকরা এমন এক কৌশল উদ্ভাবন করেছেন, যা মানুষের চিন্তার বিভিন্ন ধরন (প্যাটার্ন) অনুযায়ী মস্তিষ্কে তৈরি তরঙ্গ (ওয়েভ) বিশ্লেষণ করতে সক্ষম। গবেষকরা জানিয়েছেন, আগে এ বিষয়ে গবেষণায় তরঙ্গের অর্থ উদ্ধারে সক্ষমতা পাওয়া গেলেও সেটি থেকে দৃষ্টিগোচর হয় (ভিজ্যুয়াল), এমন কোনো তথ্য তৈরি করা সম্ভব ছিল না।
তবে এবার তাঁদের গবেষণায় মস্তিষ্কের সেসব তরঙ্গ বিশ্লেষণ করে সেগুলো থেকে দর্শনযোগ্য তথ্যও পুনরুৎপাদন করা সম্ভব হয়েছে। গবেষকদলের সদস্য ফিলিপ শিনস জানিয়েছেন, আগে শুধু তরঙ্গগুলো শনাক্ত করে সেগুলোর অর্থ জানা বা বোঝা যেত। কিন্তু এবার যে কৌশল তাঁরা উদ্ভাবন করেছেন, তাতে অর্থ বোঝার পাশাপাশি তরঙ্গ বিশ্লেষণ করে সেগুলোর চিত্রায়ণও সম্ভব হয়েছে। মস্তিষ্ক কিভাবে কোনো তথ্য সংকেতবদ্ধ (এনকোড) ও ধারণ করে, সেটিই এবার বিশ্লেষণ করে উদ্ধার (ডিকোড) করা গেছে।
0 comments:
Post a Comment