আপনি কি সুখী? জীবনটা উপভোগ করার জন্য আপনার কী কী প্রয়োজন? প্রশ্ন মাত্র দুটি, উত্তর ‘অসংখ্য’। একটা সুন্দর বাড়ি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, গাড়ি, বেড়ানোর সুযোগ-একজনের সঙ্গে আরেকজনের উত্তর মেলানো এবং এর মধ্য দিয়ে কোনো একটি স্থির সিদ্ধান্তে পেঁৗছানো_অসম্ভব কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু যদি প্রশ্নটা হয় দেশের ক্ষেত্রে তাহলে এর উত্তর কি মিলবে না? এর উত্তর মেলানোর চেষ্টা করেছে লন্ডনভিত্তিক অরাজনৈতিক সংগঠন লেগাটাম ইনস্টিটিউট। তাদের গবেষণায়, ঐশ্বর্য আর মনের সুখ_এই
২০১০-এর সমৃদ্ধি সূচক অনুসারে ১১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৬তম। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৮৮তম, পাকিস্তান ১০৯তম, শ্রীলঙ্কা ৫৯তম, নেপাল ৯১তম। আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে এ জরিপের বিবেচনায় নেওয়া হয়নি। আফ্রিকার দেশগুলো এই তালিকার সবচেয়ে নিচের সারিতে অবস্থান করছে। এই তালিকায় স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্গত দেশগুলোর অবস্থান শীর্ষ ১০-এর মধ্যেই। এ ছাড়াও শীর্ষ ১০-এ আছে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দেশ, যেগুলো তেল-গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল নয়।
0 comments:
Post a Comment