খ্রিস্টাপূব্র ৭৯ সাল –আগ্নেয়গিরি মাউণ্ট ভিসুভিয়াসের উদগিরন পয্রবেক্ষণের সময় মারা যাণ প্লিনি এবং এলডার ।
খ্রিস্টাপূব্র ২৩৫ সাল- সাইরেনের ইরাটোসথেনিস প্রশংসনীয় নৈপূণ্যের সাথে পৃপিবী্র আকৃতি নিণয় করেন ।
খ্রিস্টাপূব্র ২৬৫ সাল –আক্রিমিডিস গোসল করার সময় তার বিখ্যাত সূত্র আবিষকার করেন ।
খ্রিস্টাপূব্র ৩০০ সাল – জ্যোতিব্রিদ ইউক্লিড তার সমইয়ের সব গাণিতিক জ্ঞান এক করে লিখে রেখে যান ।
খ্রিস্টাপূব্র ৩৩০ সাল – অ্যারিস্টোটল শিক্ষা দিতে থাকেন , বিশ্ব্ ব্রহ্মাণ্ড কিছু গো্লকের সমস্টি নিয়ে গঠিত যার কেন্দ্রে রয়েছে পৃথিবী।
খ্রিস্টাপূব্র ৪৩০সাল –ডেমোক্রিটাস শিক্ষা দিতে শূরু করেন, প্রতিটা জিনিসেরই রয়েছে ।
0 comments:
Post a Comment