শিমমি
কথার পিঠে কথা চলে
শেষ হয় না
রাগের উপর অভিমান চলে
দোষ হয় না।
সামনে পিছনে ক্ষোভ চলে
ভিতরে ভিতরে মায়া
দেখাদেখি বন্ধ হলে
খুঁজে তার ছায়া।
আছে আনন্দ
আছে অজানা সুখ
প্রিয় বলেই তার
দেখতে চায় মুখ।
সুখের হাতছানি আহ্লাদের টানে
অভিমান হাত বাড়ায় হতাশার বাণে।
দিন যায় মাস যায়
মনে জাগে আশা
প্রিয় এই সম্পর্কের নাম
তাই ভালবাসা।
0 comments:
Post a Comment