ইউটিউবে কোমল পানীয়র মোড়কে নকল বহন করার কয়েকটি পদ্ধতি দেখিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখানো হয়েছে, কোমল পানীয়র মোড়কে সাধারণত কোমল পানীয় তৈরির উপাদানগুলো পরিমাণ বা বিভিন্ন তথ্য লেখা থাকে। কিন্তু ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সে তথ্যগুলো পরিবর্তন করা যায় এবং সেখানে পরীক্ষায় গাণিতিক সূত্রসহ নকলউপযোগী বিভিন্ন তথ্য লেখা যায়।
ইউটিউবে দেয়া ভিডিওটি ইতোমধ্যে ৭০ লাখ বার দেখা হয়েছে।
কোমল পানীয়র বোতলে ডিজিটাল নকল পদ্ধতির একটি ভিডিও লিংক হচ্ছে- http://www.youtube.com/watch?v=NRgM9-n7K5E
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment