ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা)-এর গবেষকরা জানিয়েছেন, নক্ষত্রগ্রাসী খুদে এ ব্ল্যাকহোলটি এতোটাই ছোটো যে এর আকার আমাদের সূর্যের চেয়েও কম। আর সূর্যের ভরের তুলনায় এ ব্ল্যাকহোলটির ভর ৩ ভাগের এক ভাগ মাত্র। তবে, একটি ব্ল্যাকহোল তৈরি হতে যে ভর লাগে তা এ ব্ল্যাকহোলটির রয়েছে বলেই গবেষকরা জানিয়েছেন।
নাসা’র রসি এক্স-রে টাইমিং এক্সপ্লোরার (আরএক্সটিই) ব্যবহার করে ‘হার্টবিট’-এর সন্ধান পেয়েছেন গবেষকরা।
স্করপিয়াস নক্ষত্রপুঞ্জে অবস্থিত এ ব্ল্যাকহোলটি পৃথিবী থেকে অন্তত ১৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment