এই রুবী স্লিপার জোড়ার ডিজাইন করেছেন Ronald Winston আর এই স্লিপার জোড়া প্রথম পা গলিয়েছেন Judy Garland। রুবী স্লিপার জোড়াই পৃথিবীর সবচেয়ে দামী জুতার মধ্যে অন্যতম, যার দাম ৩০,০০,০০০ ইউএস ডলার। ১,৩৫০ক্যারেটের ৪,৬০০টি রুবী ব্যবহার করা হয়েছে এই জুতা জোড়ায়। দাম তাহলে ঠিকই আছে, কিবলেন?
এই জুতা জোড়ার দাম মাত্র ২০,০০,০০০ ইউ এস ডলার। এটায় ব্যবহার করা হয়েছে ২৮ ক্যারেটের হীরা আর ১৮৫ ক্যারেটের tanzanite। জুতাটির সাড়েচার ইঞ্চি হিলে ৫৯৫ ক্যারেটের কুয়েতি প্ল্যাটিনাম হীরা দিয়ে এম্ব্রোস করা হয়েছে।
আরো একটি রুবী স্লিপার রয়েছে যার মূল্য ১৬,০০,০০০ ইউ এস ডলার। এটাতে ব্যবহার করা হয়ছে ৬৪২টি ডিম্বাকার ও গোলাকার রুবী প্ল্যাটিনামের সমন্বয়ে।এই জুতা জোড়ার ডিজাইনার হলেন Stuart Weitzman.
Stuart Weitzman এর ডিজাইন করা আরো একজোড়া জুতা এটি, যার মূল্য ১০,৯০,০০০ ইউ এস ডলার। এটাতে ব্যবহার করা হয়েছে ৪৬৪ কুয়েতি হীরা। ২০০২সালের অস্কারের সময় এই জুত জোড়া সবার সামনে আসে।
১৯৪০ সালে এই জুতা পরিচিতি পায়, যার মূল্য ১০,০০,০০০ ইউ এস ডলার। ধুসর-সোনালী রং এর এই জুতা জোড়ায় ১০০ ক্যারেটের ১,৮০০টি কুয়েতি হীরা ব্যবহার করা হয়েছে। ২০০৮ সালের অষ্কারে প্রথম Diablo Cody এই জুতা পায়ে দেন।
আরো একজোড়া রুবী স্লিপার। ২০০০সালে লাল রং এর এই স্লিপার জোড়া বিক্রি হয় ৬,৬৬,০০০ ইউ এস ডলারে।
Stuart Weitzman এর ডিজাইন করা এই জোড়ার দাম ৫,৫৫,০০০ ইউ এস ডলারে। এটা বসানো হয়েছে ৪২০টি কুয়েতি হীরা। ২০০৭ সালের অষ্কারের লাল কার্পেটে Anika Noni প্রথম এই জুতা পায়ে হেঁটে যান।
১৮শতকের এই জুতার মালিক ছিলেন Nizam Sikandar Jah যার মূল্য ১,৬০,০০০ ইউ এস ডলারে। কারণ এই জুতায় রয়েছে হীরা আর রুবী।
0 comments:
Post a Comment