টমেটো পাচন শক্তি বাড়ায়৷
পেটের যে কোন রোগের ক্ষেত্রে টমেটো খাওয়া ভাল৷ তা একেবারে ওষুধের মত কাজ করে৷
ঘন ঘন ঢেকুর উঠলে, পেট ফাপলে, মুখে ছালা হলে টমেটোর স্যুপের মধ্যে আদা এবং বিট নুন মিশিয়ে পান করুন৷ উপকার পাবেন৷
টমেতোর স্যুপ খেলে এনার্জী বাড়ে৷ পেট হালকা হয়৷
ঠান্ডার সময় গরম গরম স্যুপ খেলে সর্দি কাশি হয় না৷
শরীরে রক্তের অভাব পূরণ করে টমেটো৷ অ্যানিমিয়া হলে টমেটোর জুস খান উপকার পাবেন৷
বেরি বেরি, গীঠ বাত, এক্সিমা প্রভৃতি রোগ প্রতিরোধ করে টমেটো৷
মুধুমেহ রোগীদের জন্য টমেটোর জুস খুব ভাল ওষুধ৷
জ্বরের পরে দুর্বলতা কাটিয়ে উঠার জন্য টমেটো খান৷
এই টমেটো উত্সবের কিছু নিয়মাবলী আছে:
১. যে কোনধরনের বোতল ব্যবহার নিষেদ যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে.
২. T - shits fully in -tact হতে হবে
৩. টমেটো ছোড়ার আগেই ধলে ভর্তা বানাতে হবে যাতে কেই ইনজুরি না হয়.
৪. যাকে টমেটো ছড়া হচ্ছে সে যদি থেমে যায় ঠিক তখন এর দ্বিতীয় জন কে ও ছড়া বন্ধ করতে হবে.
৫. যত খুশি টমেটো ছোড়াছুড়ি করা যাবে কোনো ধরাবাধা নিওন নাই.
0 comments:
Post a Comment